এই জুয়াড়ি চক্র দুবাই থেকে চালানো অনলাইনে জুয়া খেলার এক ওয়েবসাইটের মালিক। দিল্লি পুলিশ জানিয়েছে, এই দুজন সেই জুয়াড়ি চক্রের অংশ। তাঁরা ম্যাচের নানা তথ্য জুয়াড়িদের কাছে পাচার করছিলেন।