ইতালি বিশ্বকাপে যেমন শুরুতে দলে সুযোগ পাননি গয়কোচিয়া। গ্রুপ পর্বে আর্জেন্টিনার খেলা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে। ওই ম্যাচে চোটে পড়েন আর্জেন্টিনার নিয়মিত গোলরক্ষক নেরু পম্পেদু।