এ ঘটনায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক তাহেরা আকতার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়, সন্ধ্যায় ১০-১২ জনের একটি দল জরুরি বিভাগের চেয়ার-টেবিল ভাঙচুর করে। দুজন চিকিৎসককে মারধর করা হয়।
source https://www.prothomalo.com/bangladesh/district/রোগীর-মৃত্যুর-ঘটনায়-দুই-চিকিৎসককে-মারধর-হাসপাতাল-ভাঙচুর
0 মন্তব্যসমূহ