পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার সব গরু ব্যবসায়ীর অবস্থা এখন আবু সাঈদের মতো। চড়া সুদে ঋণ নিয়ে গরু কিনেছিলেন তাঁরা। গরুগুলো তুলেছিলেন ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কোরবানির পশুর হাটে। কিন্তু সেখানে লোকসান দিয়েও সব গরু বেচতে পারেননি।