ফাইনাল খেলছে ব্রাজিল-আর্জেন্টিনা, কিন্তু খেলার সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ হবে তিন উরুগুইয়ানের হাতে। মূল রেফারি ওস্তোজিচ ও দুই লাইন্সম্যান কার্লোস বারেইরো ও মার্তিন সপ্পিরা লুইস সুয়ারেজের দেশের। তবে দুই লাইন্সম্যানকে নিয়ে নয়, মূল রেফারিকে নিয়েই দুশ্চিন্তা করছে আর্জেন্টিনা।
source https://www.prothomalo.com/sports/football/ফাইনালের-রেফারি-নিয়ে-দুশ্চিন্তায়-আর্জেন্টিনা
0 মন্তব্যসমূহ