কুমিল্লা জেলায় এক দিনে সর্বোচ্চসংখ্যক ৩৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

source https://www.prothomalo.com/bangladesh/district/কুমিল্লায়-এক-দিনে-সর্বোচ্চ-৩৯৩-জনের-করোনা-শনাক্ত-মৃত্যু-৭