তোমার দুগালে বৃষ্টির ছাপ
জানালার কাচে বৃষ্টিধোঁয়া বৃষ্টিফোঁটা, বৃষ্টির পরশ রেশমি কাপড়ের কৃষ্ণচূড়ার সবুজ ফাঁকে জোড়া টিয়ার বৃষ্টিস্নান শান্ত নদী বহমান অবিরাম। এ বৃষ্টিভেজা দুপুরের দৃষ্টি অপলক তোমার ভেজাচুলের গন্ধ শুঁকে তোমার দুগালে বৃষ্টির ছাপ এঁকে দেব এসো।
0 মন্তব্যসমূহ