দক্ষিণ আফ্রিকায় চলমান বিক্ষোভ-সহিংসতা ও লুটপাটের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকারি হিসাবে জানানো হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ গত ছয় দিনে সহিংসতায় রূপ নিয়েছে। সেখানকার প্রশাসন বলছে, বিভিন্ন অপরাধীরা এ পরিস্থিতিতে সুযোগ নিচ্ছে। খবর এএফপি ও বিবিসি।