যেদিন থেকে রংতুলি আর রঙের নিলাম কাজ সেদিন থেকে স্বপ্ন আঁকি করতে কারুকাজ। হাতের টানে রঙিন ছবি মনের টানে প্রেম বাঁধাই করে রাখি তাতে দিয়ে মায়ার ফ্রেম। মেঘ কালোতে আঁকি আমি লম্বা বেণির চুল মন হরষে দিই গুঁজে দিই একটি জবা ফুল।

source https://www.prothomalo.com/writings/স্বপ্ন-আঁকি-তোমায়-ঘিরে