নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়াল। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/নরসিংদীতে-গত-২৪-ঘণ্টায়-৯০-জনের-করোনা-শনাক্ত