ব্রাজিলিয়ানদের জন্য বার্সেলোনা দুঃস্বপ্ন হয়ে উঠছে দিন দিন। প্রথমে এ খবরটা জানিয়েছিলেন দানি আলভেজ। বার্সেলোনা ছাড়ার পর থেকে সুযোগ পেলেই বিষোদ্‌গার করেছেন ক্লাবের বিপক্ষে। নেইমার তো ক্লাব ছাড়ার পর থেকেই কদিন পর পর আদালতে টানছেন বার্সেলোনাকে।

source https://www.prothomalo.com/sports/football/বার্সেলোনা-বাইরে-থেকে-একরকম-ভেতরে-অন্যরকম