স্বাস্থ্যকর্মীরা যেসব মাস্ক ব্যবহার করেন, সেগুলোর মানের ওপর করোনা সংক্রমণের ঝুঁকির বড় তারতম্য ঘটে। কেমব্রিজ বিশ্বিবদ্যালয় হাসপাতালের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গবেষণার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

source https://www.prothomalo.com/world/europe/মাস্কের-মানের-ওপর-করোনা-সংক্রমণের-ঝুঁকি-নির্ভর-করে-গবেষণা