শাকিব ভক্তদের চাওয়া ছিল, ছবিটি যেন প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হয়। দেরিতে হলেও প্রযোজক–পরিচালক ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। ছবির পরিচালক অনন্য মামুন জানালেন, এই ছবির মাধ্যমে শুধু মধুমিতা নয়, আরও অনেকগুলো বন্ধ প্রেক্ষাগৃহ খুলছে।

source https://www.prothomalo.com/entertainment/dhallywood/শাকিব-খানের-ছবি-দিয়ে-খুলছে