একটু ভালোবাসা ধার হবে? এক মুঠো ভালোবাসা দেবে আমায়? এই ধরো দশ-পনেরো দিন মনের অমাবস্যা কাটলেই তবে ফিরিয়ে দেব। স্বার্থ ছাড়া কেউ কিছু ধার দেয় না জানি না হয় আমিও উপরি কিছু ভালোবাসা দেব।