গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা বা অমিতাভ রেজার আয়নাবাজি। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর তাকদীর—আমি বলব এটা ঠিক নয়। তাকদীর সৈয়দ শাওকীর বা প্রযোজনা প্রতিষ্ঠান হইচইয়ের। আমি এতে অভিনয় করেছি মাত্র।

source https://www.prothomalo.com/entertainment/tv/যাঁর-যাঁর-প্রাপ্তি-তাঁর-তাঁর-হোক