ভালোবাসাকে তুমি লন্ডভন্ড করেছ, নয়তো আমিই করেছি কারণ, প্রেমের চেয়ে শক্তিশালী হয়ে সম্মুখে দাঁড়িয়ে থাকে রাগ। সেই রাগকে আশ্রয় দিয়ে একের পর এক কুৎসিত দৃশ্য দুজনই উপস্থাপন করি সেই সবের কোনো যৌক্তিকতা ও ফলাফল কিছুই নেই। ঘুরেফিরে একত্রে থাকি ও স্বপ্ন দেখি। শক্তিশালী করতে চেষ্টা করি প্রেমকে।
0 মন্তব্যসমূহ