ভালোবাসার প্রতিবিম্ব
কদমের পরাগে ভালোবাসার অনুরাগ টিপটিপ বৃষ্টিতে অবিরাম অভিমানেরা চুইয়ে চুইয়ে পড়ে, জলের ভেতর ভালোবাসার আরেক প্রতিবিম্ব। আষাঢ়ী সন্ধ্যায় হঠাৎ হঠাৎ মায়াবী জোছনা, শুকতারার লুকোচুরি মধ্যরাতের বিহঙ্গের মতো খেয়ালি সুরে ডেকে যায় রাখালিয়ার হাতের বাঁশরি।
0 মন্তব্যসমূহ