ভ্যাটিকানে গত বুধবার পোপ ফ্রান্সিসের সাধারণ দর্শনার্থীদের মধ্যে এক ভিন্নধর্মী অংশগ্রহণকারীকে দেখা গেছে। তিনি স্পাইডারম্যান। কমিক ও মুভির চরিত্র স্পাইডারম্যানের লাল-কালো-নীল পোশাক পরে তিনি হাজির হয়েছিলেন ভ্যাটিকানের সান ডামাসো কোর্টইয়ার্ডে।