স্ত্রী স্বামীর অবাধ্য, যা শরিয়তের সম্পূর্ণ পরিপন্থী। তাঁর ওই চালচলন পরিবর্তন করার জন্য নিজে বহুবার চেষ্টা করেছেন। কিন্তু এখনো তাঁর কোনো পরিবর্তন হয়নি। এ ধরনের শব্দচয়ন অবমাননাকর, অমানবিক, অযৌক্তিক ও অবৈধ।

source https://www.prothomalo.com/bangladesh/তালাক-নোটিশে-অবমাননাকর-শব্দের-ব্যবহার-নিয়ে-রুল