দীর্ঘক্ষণ ধরে চালু থাকার কারণে গরম হয়ে হাই ফ্লো নাজাল ক্যানুলার একটি গ্যাস চেম্বার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ধোঁয়ার সৃষ্টি হয়। হাসপাতালের দোতলায় করোনা ইউনিটে আইসিইউতে মুমূর্ষু সাত রোগীকে হাই ফ্লো নাজাল ক্যানুলার সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

source https://www.prothomalo.com/bangladesh/district/অক্সিজেন-সরবরাহের-সময়-বিস্ফোরণ-একজন-সামান্য-আহত