হেড করতে লাফিয়ে ওঠা চেক ফরোয়ার্ড শিকের নাকে লাগে ক্রোয়াট ডিফেন্ডার লভরেনের কনুই। নাক দিয়ে রক্তও বেরিয়েছে শিকের। রেফারি ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন। ক্রোয়েশিয়ার খেলোয়াড়েরা অবশ্য আপত্তি করেছিল। কিন্তু সেই আপত্তিতে কর্ণপাত করেননি রেফারি।