বেকারত্বের জীবন নিয়ে সালমা সুলতানা ও লোমান রেজা দম্পতির মধ্যে হতাশা বেড়েই চলছিল। দিনবদলের আশায় একসময় ধারদেনা করে ইরাকে পাড়ি জমান লোমান। সেটা ২০১২ সালের কথা। কিন্তু সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি। চার বছর পর ফিরে আসেন দেশে। তখন শখ করে এক জোড়া পাখি পালতে শুরু করেন এই দম্পতি। সেই এক জোড়া পাখি থেকে এখন ৪০ প্রজাতির প্রায় ৩ হাজার পাখি আছে তাঁদের খামারে। খরচ বাদে মাস শেষে আয় প্রায় লাখ টাকা।
source https://www.prothomalo.com/video/bangladesh/শখের-এক-জোড়া-লাভবার্ড-থেকে-৩-হাজার-পাখি-2
0 মন্তব্যসমূহ