মে থেকে আগস্ট এই হলো দেশের মূল আমের মৌসুম। কিন্তু এ সময়ের বাইরে আমের চাষ বিস্তৃতি লাভ করছে। এসব আমের মধ্যে বেশির ভাগ বিদেশি প্রজাতির। এসবের চাষের ক্ষেত্রে তাই বাড়তি যত্ন নিতে হয়। কৃষিবিদেরা দিয়েছেন এক গুচ্ছ পরামর্শ।