টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই ও ঝিনাই নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে মির্জাপুরের কুর্ণী ফতেপুর রাস্তার হিলড়া বাজারের উত্তর পাশে প্রায় ৩০০ মিটার রাস্তায় নতুন করে ভাঙন চলছে।

source https://www.prothomalo.com/bangladesh/district/মির্জাপুরে-বংশাই-ও-ঝিনাই-নদে-বাড়ছে-পানি-ভাঙছে-জমিঘরবাড়ি