মেঘের নূপুর পা’য় পড়েছে জলপরিদের দল আয়রে খোকা আয়রে খুকি দেখবি যদি চল। দিঘির জলে পরির দলে পদ্মকমল হাসায় তাই না দেখে ছোট্ট খোকা খুশির ভেলা ভাসায়।