জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালো একটা চাকরির আশা করাটা বোকামি, মেধার দৌড়ে যাদের অবস্থান একদম তলানিতে, সে দলই এসে জমা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে, চার বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকা ছেলেমেয়েরা স্কিলড হন না, তাঁরা কখনোই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে পেরে ওঠেন না— এমন দৃষ্টিভঙ্গি আমার, আপনার, সমাজের অধিকাংশেরই।
source https://www.prothomalo.com/writings/জাতীয়-বিশ্ববিদ্যালয়ে-পড়লেই-কি-জীবন-শেষ
0 মন্তব্যসমূহ