করোনার সংক্রমণ রোধে মোটরসাইকেলের চালক ছাড়া অন্য কোনো আরোহী বহন না করার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার থেকে এই নির্দেশনা মানাতে ঢাকার রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল চালকদের সতর্ক করতে দেখা যায়। এসময় মোটরসাইকেলে চালকের পিছনে থাকা ব্যক্তিদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়। তবে পুলিশের চেকপোস্ট আসার আগেই অনেক চালক পিছনে থাকা আরোহীকে নামিয়ে দিচ্ছেন এবং চেকপোস্ট পেরিয়ে কিছুদূর গিয়ে আবার পিছনে বসিয়ে গন্তব্যে যাচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকায় অফিস সহ দরকারী কাজে বিভিন্ন স্থানে যেতে মোটরসাইকেল ব্যবহার করছেন তাঁরা। তবে চালক ও আরোহীদের দাবী পুলিশের এই নিষেধাজ্ঞার কথা জানতেন না তাঁরা।
source https://www.prothomalo.com/video/bangladesh/মোটরসাইকেলে-একজনের-বেশি-নয়
0 মন্তব্যসমূহ