ভারতে নারী পাচারকারী চক্রের অন্যতম সদস্য নুরজাহান ওরফে নদীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় যশোরের বেনাপোল ও শার্শা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের ঢাকায় আনা হচ্ছে।

source https://www.prothomalo.com/bangladesh/capital/ভারতে-নারী-পাচার-চক্রের-৭-সদস্য-গ্রেপ্তার