হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলির কার্যালয়ে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়েছে হংকংয়ের জাতীয় নিরাপত্তা পুলিশ। অভিযানে সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পত্রিকাটির প্রধান সম্পাদক রায়ান ল ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিওয়ং কিম-হাংও ছিলেন।

source https://www.prothomalo.com/world/asia/পত্রিকা-অফিসে-অভিযান-সম্পাদকসহ-গ্রেপ্তার-৫