কলকাতার চাঞ্চল্যকর ভুয়া টিকা–কাণ্ডের মূল হোতা দেবাঞ্জন দেবকে আগামী ২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার হত্যাচেষ্টাসহ বেশ কয়েকটি মামলায় দেবকে কলকাতার আলীপুর আদালতে তোলা হলে আদালত এ নির্দেশ দেন।
source https://www.prothomalo.com/world/india/ভুয়া-টিকাকাণ্ডের-মূল-হোতাকে-পুলিশ-হেফাজতে-রাখার-নির্দেশ
0 মন্তব্যসমূহ