রফিকুল ইসলাম ২০০ বস্তা সরকারি গম নিরাপত্তারক্ষীর বাসায় সরিয়ে রেখেছেন, এমন অভিযোগের খবর পাওয়া যায়। গত শুক্রবার দুপুরে ওই নিরাপত্তারক্ষীর বাসায় অভিযান চালিয়ে ২০০ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে উদ্ধার করা গম খাদ্যগুদামে স্থানান্তর করা হয়।

source https://www.prothomalo.com/bangladesh/লালপুরে-খাদ্যগুদাম-কর্মকর্তাকে-কারণ-দর্শানোর-নোটিশ