পাকিস্তান নিজের স্বার্থে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠা চায়। গতকাল রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে আগের বছরগুলোতে সংঘর্ষের ঘটনায় লাখ লাখ আফগান নাগরিক শরণার্থী হিসেবে পাকিস্তানে আছে। এখন আর নেওয়ার জায়গা নেই।

source https://www.prothomalo.com/world/pakistan/আফগানদের-জন্য-পাকিস্তানে-আর-জায়গা-নেই-কোরেশি