আহ্লাদি মেঠোপথ অভিমানে ভাসে একাকিত্বের ভাঙা পাঁজরে লুকানো কান্নার দল নেমে আসে বর্ষার গা ছুঁয়ে। ঘাসফড়িঙের ডানা ভাঙে মাতাল পবন ভিজিয়ে দেয় শহরের ব্যালকনি। কাঁদে কার্নিশ জল টুপটুপ শব্দ পিছু টেনে নিয়ে যায় বহুদূর। ভাতঘুম ডাকে বিছানা অজানা অপেক্ষায় ভিজে যায় দাঁড়কাক।

source https://www.prothomalo.com/writings/কলাবতী-কন্যা