দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে আছেন শাহরুখ খান। তাঁর ছবির মুক্তির অপেক্ষায় থাকে হাজার হাজার অনুরাগী। ‘পাঠান’ দিয়ে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস খেলতে নামছেন শাহরুখ। যশরাজ ফিল্মসের এই ছবিতে তাঁকে ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে।
source https://www.prothomalo.com/entertainment/bollywood/শাহরুখের-সঙ্গে-উঠে-এল-এই-দক্ষিণি-নারীর-নাম
0 মন্তব্যসমূহ