হৃদয়জুড়ে সে হেঁটে বেড়ায়, মুক্ত অবাধ বিচরণ তার অপলক দৃষ্টিতে যেন এক মায়াবী সম্মোহন খোঁপায় ফুলের মালা, গন্ধে মাতোয়ারা চঞ্চলা মন নিশ্বাসে–প্রশ্বাসে অনুভবে জাগে আলতো শিহরণ।