জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক রাত নয়টার দিকে খাবার ও চিকিৎসাসামগ্রী নিয়ে আফসারের বাড়িতে উপস্থিত হন। প্রথমেই র‌্যাপিড টেস্টের মাধ্যমে আফসার উদ্দিনের করোনা পরীক্ষা করেন। রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হননি।

source https://www.prothomalo.com/bangladesh/district/স্বজনহীন-আফসারকে-উদ্ধার-ঠাঁই-হলো-হাসপাতালে