ঢাকায় করোনা রোগী বেড়ে যাওয়া নিয়ে সরকারের রোগনিয়ন্ত্রণ সংস্থা আইইডিসিআরের পরামর্শক ডা. মুশতাক হোসেন বলেছেন, ঈদের পরপর সীমান্ত এলাকায় করোনার যে প্রকোপ শুরু হয়েছিল, তার প্রভাব পড়েছে রাজধানীসহ অন্যান্য জেলায়। ধীরে ধীরে বন্যার মতো এটা ছড়িয়ে পড়েছে। চিকিৎসাসহ নানা কারণে মানুষের ঢাকামুখী হওয়া এখানে প্রভাব রেখেছে।

source https://www.prothomalo.com/bangladesh/coronavirus/সপ্তাহের-ব্যবধানে-ঢাকায়-রোগী-বেড়েছে-৩-গুণের-বেশি