মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরের একদল মুক্তিযোদ্ধা নভেম্বরের শেষ দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় এসে অবস্থান নেন। দলটির নেতৃত্বে ছিলেন সাহেব মিয়া। মূল দলটির তাঁরা অগ্রবর্তী অংশ। আড়াইহাজার থানা সে সময় মুক্ত। কিন্তু ঢাকা-নরসিংদী সড়কে তখনো পাকিস্তানি সেনাদের চলাচল অব্যাহত।
source https://www.prothomalo.com/freedom-fighters-info/gallantry-awardees/সাহেব-মিয়া-বীর-প্রতীক
0 মন্তব্যসমূহ