দেশের মানুষের প্রিয় ও শ্রদ্ধেয় খোন্দকার ইব্রাহিম খালেদ ও সৈয়দ আবুল মকসুদ কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন না। তাতে কী! স্বীকৃতি তাঁরা চেয়েছিলেন বলে আমার জানা নেই। চাইলে নানা জায়গায় সরকারের সমালোচনামূলক লেখালেখি করতেন না। সত্যি বলতে, এসব স্বীকৃতির অনেক ঊর্ধ্বে ছিলেন তাঁরা দুজনই। এই দুই তারকা নিভে গিয়েছেন। কিন্তু নিজের আলোয় আলোকিত করে গেছেন আমাদের ও পরবর্তী প্রজন্মকে। আমরা তাঁদের কোনো দিন ভুলব না।

source https://www.prothomalo.com/bangladesh/সাহসী-ভাইদের-জন্য-ভালোবাসা