‘তোমার বাস কোথা যে পথিক, ওগো, দেশে কি বিদেশে’—কোথাও হয়তো বাস থাকে। কিন্তু চির উচাটন মন বারে বারে পথে নামায়, পায়ের নিচে শর্ষে গুঁজে দেয়। তারপর ঘুরে ফেরে আত্মার শান্তি বিধানে। এভাবে ভরে ওঠে জীবনপাত্র।