চোরের দুঃসাহস মাঝেমধ্যে তাঁদের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে পেরিয়ে যায়। কড়া পাহারা পার হয়ে চোরেরা হানা দিয়েছে বেশ কিছু বলিউড তারকার বাসায়। এমনকি তাঁদের বাসা থেকে অর্থ, মূল্যবান জিনিসপত্রসহ অনেক কিছু হাতসাফাই করেছে চোরেরা।
source https://www.prothomalo.com/entertainment/bollywood/চোর-এসেছিল-অমিতাভ-ক্যাটরিনাদের-বাসায়
0 মন্তব্যসমূহ