করোনা মহামারিতে এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে গ্রামের কিশোর–তরুণেরাও মেতে উঠেছে স্মার্টফোন নিয়ে। তাদের হাতে হাতে স্মার্টফোন। একসময় তারা ভালো ফুটবল খেলত, ক্রিকেট খেলত। এখন তারা সেসব বাদ দিয়ে মেতেছে স্মার্টফোন গেমসে।

source https://www.prothomalo.com/bangladesh/district/গ্রামের-কিশোরতরুণেরাও-মজেছে-স্মার্টফোনে