নিরুপায় হয়ে বিক্রি করতে হয় নড়াইলে পৈতৃক জমিজমাও। এভাবে সব হারিয়ে নিঃস্ব হলেও রোগ তাড়াতে পারেননি। একপর্যায়ে পরিবার নিয়ে ঢাকা ছাড়তে হয়েছে তানজিরকে। এখন ঝিনাইদহে লিমার বাবার রেখে যাওয়া ছোট্ট একটা ঘরে দিন কাটছে পাঁচ সদস্যের পরিবারটির। আয়-উপার্জন শূন্যের কোঠায়।