জলবায়ু উদ্বাস্তুরা বলছেন, ঝুপড়িঘর থেকে তাঁরা ফ্ল্যাট বাড়িতে এসে নিরাপদে এবং সুখ-শান্তিতে থাকার সুযোগ পেয়েছেন ঠিকই। কিন্তু প্রচণ্ড গরমে তাঁদের বড় সমস্যা পানি। পাইপলাইনের পানি লবণাক্ত, খাওয়ার অযোগ্য। বাধ্য হয়ে দুই-তিন কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করছেন তাঁরা।

source https://www.prothomalo.com/bangladesh/district/ঝুপড়িঘর-থেকে-ফ্ল্যাট-বাড়ির-সুখ-নলকূপে-ম্লান