নয়নাভিরাম নিসর্গের শহর
মনোহর শহর। প্রকৃতি এখানে অপার। প্রবহমান রাইন নিসর্গের সৌন্দর্যকে মাত্রা দিয়েছে। আছে মানুষ ভূমিপুত্ররা যেমন, তেমনি পরিযায়ী। বন্দোবস্ত রয়েছে বহুমাত্রিক উপভোগের। উদ্দেশ্যহীন পরিব্রাজনে দৃষ্টিগোচর হয় চলচ্ছবির মতো সরে সরে যাওয়া ঘটনাময় চিত্রাবলি।
0 মন্তব্যসমূহ