প্রজাপতি উড়ে গেলে কী যে মজা পাই তারই চেয়ে মজা বুঝি এ জগতে নাই। প্রজাপতির সারা গায়ে কত রং মাখা ডানা জোড়ায় আছে বুঝি স্বপ্নেরা আঁকা। কত রূপ ঝরে পড়ে কত লাগে সুখ ওড়াউড়ি দেখে তাই ভরে যায় বুক।