ইংরেজি ভাষার ভার্সনটি নিয়ে আগ্রহের শেষ নেই চলচ্চিত্রপ্রেমীদের। উৎসাহের শেষ নেই ম্যাজ মিকেলসনেরও। এবারের অস্কারে আন্তর্জাতিক সিনেমা বিভাগে পুরস্কার পাওয়া এই ছবি কয়েকজন ডেনিশ শিক্ষককে নিয়ে। ডিক্যাপ্রিওকে দেখতে মুখিয়ে আছেন ম্যাজ

source https://www.prothomalo.com/entertainment/ডিক্যাপ্রিওকে-দেখতে-মুখিয়ে-আছেন-ম্যাজ