সৃজনশীল ব্যক্তি মাত্রেই স্বপ্নচারী। বৃটিশ-বাংলাদেশী টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনার রুকিয়া আহমেদও এর বাইরে নন। কাপড় ক্যানভাসের গল্পকথক রুকিয়ার নতুন কলেকশন সম্প্রতি লঞ্চ হয়েছে ঢাকায়। এই প্রসঙ্গ দিয়ে শুরু দূরালাপনচারিতায় আবর্তিত হলো নানা বিষয়ে।