দামি পাথরের গয়নার প্রতি আকর্ষণ অমলিন। এমনই রত্ন হলো পারস্যের ফিরোজা। আভিজাত্যের দ্যুতি ছড়ানো এ পাথর ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। এ সময়ের রাজারাজড়াদের শোভাবর্ধনকারী এই পাথর এখন সাধারণের নাগালে এসেছে।