ঈদ ঘনিয়ে আসছে। পরিস্থিতি যেমনই থাক, সবাই বছরকার এই উৎসবকে উপভোগ করতে চাইবে। ঘরে থাকলেও তো সাজগোজ করতে হবে। অন্তত বিষাদ কাটাতে। কেমন হবে এবারের ঈদের লুক, তা নিয়ে জল্পনা থাকছে।